গোপালগঞ্জ: আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।

রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত থ্রি-হুইলার নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা গণসংযোগ ক‌রেন।



এরপর শোডাউন‌টি উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় মিলিত হয়।  

এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহ্বায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য দেন।







 

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি বলেন, শিগগিরই গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকা গণঅধিকার পরিষদের শক্ত ঘাঁটিতে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।  

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া বলেন, গণমানুষের দল হচ্ছে গণঅধিকার পরিষদ। তাই কোনো সাধারণ মানুষকে হামলা বা মামলা দিয়ে হয়রানি করতে দেব না। যদি কাউকে অহেতুক হয়রানি করা হয়, তাহলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫

এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews