শিশুকে বইমেলায় ও বইয়ের দোকানে নিয়ে যান। পছন্দের বই কিনে দিন। ভালো কাজের পুরস্কারও হতে পারে বই। ধীরে ধীরে তার একটি ব্যক্তিগত লাইব্রেরিও গড়ে উঠতে পারে। আপনজনেরা যদি প্রায়ই শিশুকে এটা-ওটা উপহার দেন, তাহলে তাদেরও বলে রাখতে পারেন বই উপহার দিতে।
বই পড়তে আগ্রহী, এমন শিশুদের সঙ্গে মেশার সুযোগ দিন তাকে। একটু বড় হলে প্রতিবেশী শিশুর সঙ্গে বই অদলবদল করতে পারে সে। স্থানীয় লাইব্রেরি কিংবা ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্যও করে দিন শিশুকে।