নতুন মুখ, ফ্রেশ কনসেপ্ট আর রোমান্স-কমেডির মিশেলে তৈরি ‘সাইয়ারা’ মাত্র দুই দিনেই বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মুক্তির দ্বিতীয় দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৬৫ কোটি টাকা, যা নবাগতদের ছবি হিসেবে এক বিশাল সাফল্য।

নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নবাগত আয়ান খান ও ইশিতা দত্ত। প্রথম ছবি হওয়া সত্ত্বেও তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে গেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ছবির গান ও সংলাপ।

ছবির পরিচালনায় ছিলেন রুদ্র সেন, যিনি আগেও কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে প্রশংসিত কাজ করেছেন। তবে ‘সাইয়ারা’ ছিল তার প্রথম বড়ো পর্দার সিনেমা—যা তাঁকে সোজা হিট পরিচালকের কাতারে এনে দাঁড় করিয়েছে।

ছবির গল্প এক শহুরে ছেলেমেয়ের, যারা জীবনের ব্যস্ততার ভিড়ে ভালোবাসা খুঁজে পায়। প্রেম, ভুল বোঝাবুঝি, হাসিকান্না আর এক ধরনের বাঙালি মধ্যবিত্ত আবেগ মিশে আছে ছবির প্রতিটি দৃশ্যে।

ছবির গান ‘তুই আছিস বলে’ এখন ট্রেন্ডিং-এ। সংগীত পরিচালনা ছিলেন অর্ক মুখার্জি, আর কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও আরিজিত সিং।

“আমি চেয়েছিলাম একটা সৎ ভালোবাসার গল্প বলতে। বাকি কাজটা দর্শকরাই করে দিলেন,” বলেন পরিচালক রুদ্র সেন।

সিনেমা হলগুলোতে এখন টিকিটের চাহিদা তুঙ্গে। অনেক প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো বাড়ানো হয়েছে। অনেকে বলছেন—এটা এই বছরের সবচেয়ে রিফ্রেশিং রোমান্টিক ছবি।

‘সাইয়ারা’ প্রমাণ করেছে, বড় তারকা নয়, ভালো গল্প, অভিনয় আর সততা দিয়েই দর্শকের মন জয় করা যায়। এখন দেখা যাক এই গতি বজায় রেখে ছবিটি আরও কতদূর এগোতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews