সৌদি আরবে আল লাম লাম (মিকাত) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক (৪৫) নামে বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সৌদি আরব স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

ফারুকের ছোট ভাই মোহাম্মদ ইমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশের বাড়ি) গ্রামের মরহুম শহীদ মিয়ার ছেলে।

ইমন জানান, গত সাত বছর আগে তার ভাই সৌদি আরবে যান। সর্বশেষ দেড় বছর আগে তিনি (ফারুক) দেশ থেকে ছুটি কাটিয়ে যান। সৌদি আরবে তিনি গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি জানান, বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুফাত ভাই দুলাল কল করে জানায় ফারুক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মিকাত নামক স্থানে দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, সাদা রঙের একটি প্রাইভেটকার চালিয়ে ফারুক বাসায় যাচ্ছিলেন পথে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে থাকা নিহত ফারুকের নিকটাত্মীয় মো: শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন, রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় উঠার সময় দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সকলের বড় ছিলেন। তার স্ত্রী ও দু’টি কন্যা সন্তান রয়েছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগল প্রায় অবস্থায় আছে।

এদিকে নিহতের লাশ দেশে আনার জন্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের লাশ দেশে আনাসহ তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কার্যকর ভূমিকা রাখবে। এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews