‘জ্বীন ৩’ ছবির প্রথম গানে উৎসবের আমেজে নুসরাত-সজল

ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারণায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা তাদের গান ও টিজার প্রকাশ করেছে। ব্যতিক্রম ছিল শুধু ‘জ্বীন-৩’ সিনেমার বেলায়। আজ তারা এই সিনেমার ‘কন্যা’ গান প্রকাশ করেন। 

এ গানে রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। নুসরাত ফারিয়া অঙ্গে জড়িয়েছেন সিঁদুর লাল শাড়ি। অন্যদিকে আব্দুন নূর সজল গায়ে চাপিয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়না। সঙ্গে রং-বেরঙের মুখোশ। সব মিলিয়ে উৎসবের আমেজ স্পষ্ট।

‘কন্যা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন জাতীয় ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর-সংগীতও ইমরানের। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি। 

‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে। প্রথম কিস্তিতে প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা। তিনি জানান, এবার ‘জ্বীন-৩’ সিনেমার চরিত্রটি নিয়ে আরও সচেতন তিনি। এক মাসের বেশি সময় ধরে প্রি-প্রোডাকশনে সময় দিয়েছেন। নিয়মিত অনুশীলনে অংশ নিয়েছেন। নিজেকে পুরো ফিট করেই শুটিং করেছেন। 

সজল বলেন, ‘আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে “জ্বীন” সিনেমা। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি সিনেমাটি থেকে। সিনেমাটি ভালো ব্যবসাও করেছিল। “জ্বীন ৩” নিয়ে যুদ্ধ হবে আমার নিজের সঙ্গেই; নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারব, সেই চাপ টের পাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ, আমি আরও ভালো করতে চাই।’

‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। এই ছবির ওটিটি পার্টনার আইস্ক্রিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews