এই জার্মান কোচের হাত ধরে দুটি শিরোপা জিতলেও, চলতি মৌসুমে সময়টা ভালো কাটছে না জার্মান ক্লাবটির।

মার্কো রোসার ওপর আস্থা রাখতে পারল না লাইপজিগ

হতাশাময় পথচলায় মৌসুমের শেষ পর্যন্ত কোচ মার্কো রোসার ওপর আস্থা রাখতে পারল না লাইপজিগ। তাই এই জার্মান কোচকে ছাঁটাই করে দিল বুন্ডেসলিগার ক্লাবটি।

২০২২ সালের সেপ্টেম্বরে সাবেক কোচ দোমেনিকো তেদেস্কোর জায়গায় দায়িত্ব নেন রোসা। তার কোচিংয়ে ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমে প্রথম দুই মাসের অপরাজেয় যাত্রার পর পথ হারিয়ে ফেলেছে লাইপজিগ। বুন্ডেসলিগার ২৭ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা, চতুর্থ স্থানের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে।

এবার তাদের সবচেয়ে বাজে সময় কেটেছে চ্যাম্পিয়ন্স লিগে। ৩৬ দলের আসরের প্রাথমিক পর্বে আট ম্যাচ খেলে সাতটিতেই পরাজিত হয় দলটি, ৩ পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে থেকে বিদায় নেয় তারা।

জার্মান কাপে অবশ্য সেমি-ফাইনালে উঠেছে দলটি। কিন্তু বুন্ডেসলিগায় আছে ব্যর্থতার বৃত্তেই বন্দি। সবশেষ শনিবার বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ১-০ গোলে হারের পর রোসার ওপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেন লাইপজিগ কর্তৃপক্ষ।

পরদিন এক বিবৃতিতে রোসার সঙ্গে চুক্তি শেষ করার কথা জানায় গতবারের বুন্ডেসলিগায় চতুর্থ হওয়া ক্লাবটি।

রোসার হাত ধরে ২০২২-২৩ মৌসুমের জার্মান কাপ ও ২০২৩ সালের জার্মান সুপার কাপ জিতেছে লাইপজিগ। আগামী কয়েক দিনের মধ্যে একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাবটি।

তাদের পরের ম্যাচে জার্মান কাপে; আগামী বুধবার সেমি-ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে লাইপজিগ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews