সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেন এক চালক।  এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও ৯ জন আহত হন।  পরে জানা যায়, গাড়ির চালক ছিলেন টিভি সিরিয়ালের পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। 

এ ঘটনায় ফুঁসে উঠেছে পুরো রাজ্য। জোড়ালো প্রতিবাদ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও।  ভিক্টোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রত্যেকেই।  তারকাদের প্রায় কেউই এহেন কুকীর্তিতে মদ্যপ পরিচালকের প্রতি সমবেদনা জানাতে নারাজ।  একটি প্রতিবাদী পোস্টার দিয়ে কড়া বার্তা দিয়েছেন টালিউড তারকা যুগল যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান।  বলছেন, মদ্যপান করে গাড়ি চালালেই তাদের সঙ্গে ‘আড়ি’।

বুধবার আড়ির আবেগঘন ট্রেলারে দর্শক-অনুরাগীদের নজর কেড়েছেন যশ-নুসরত। এর একদিন যেতে না যেতেই তারকাযুগল নতুন পোস্টার এনে জানিয়ে দিলেন, ‘মদ্যপান করে গাড়ি চালানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুস্থভাবে গাড়ি চালান এবং নিরাপদে থাকুন।’ 

পাশাপাশি পোস্টারে স্পষ্ট একটি বার্তা ছিল- ‘যারা মদ্যপান করে গাড়ি চালান, তাদের সবার সঙ্গে আড়ি’।

পোস্টারের পাশাপাশি এ বিষয়ে মুখও খুলেছেন তারা। 

নুসরাত বলেন, ‘সকলের কাছে আমাদের আর্জি, তারা যেন আরও দায়িত্ববান হয়ে ওঠেন। আমার আনন্দ যেন কারো নিরানন্দের কারণ না হয়ে ওঠে। নিজের পাশাপশি প্রত্যেকের জীবন খুব দামি। না হলেই ‘আড়ি’।’

যশের ভাষ্য, ‘দায়িত্বশীল নাগরিকদের মতো আচরণ করুন। নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখুন। মদ্যপান করে স্টিয়ারিংয়ে হাত নয়। সাবধানে গাড়ি চালান, নইলে কিন্তু আড়ি।’

প্রসঙ্গত, শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো, প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পানশালা থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। সেখান থেকে সকালে মদ্যপ অবস্থায় ফেরার পথেই ভিক্টোর গাড়ির চাপায় ঘটে এ দুর্ঘটনা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews