সদ্য সমাপ্ত ছয় দলের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্বে বল হাতে দারুণ নৈপুণ্যের পুরস্কার স্বরূপ আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবারই প্রথমবারের মতো নারী ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন তিনি। 

আজ মঙ্গলবার আইসিসির প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন নাহিদা। ক্যারিয়ার সেরা ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছেন অভিজাত এই তালিকায়।

লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়ে ম্যাচসেরা বোলিং করেন নাহিদা। ৪০ রানে শিকার করেন ৪ উইকেট। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হারলেও দুটি ম্যাচেই তুলে নিয়েছেন একটি করে উইকেট।

ব্যাট হাতে আলো ছড়ানো শারমিন আক্তার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন ৮ ধাপ, অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ২১তম স্থানে। স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রানসহ বাছাই পর্বে করেছেন তিন ফিফটিতে মোট ২৬৬ রান— যা ছিল টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ।

এই পারফরম্যান্সে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে।

তবে কিছুটা হতাশাজনক খবর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির জন্য। বাছাইপর্বে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেও তিনি দুই ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমে গেছেন ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে।

নারী ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। আর অলরাউন্ডারদের মধ্যে সেরা অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

 মিরাজ/এসএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews