কিংবদন্তি সংগীতজ্ঞ স্যার এলটন জন বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করাটা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া ‘বর্ষসেরা ব্যক্তি’–সংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন এ মন্তব্য করেন।
এ বিষয়ে এলটন জন বলেন, ‘আমি বরাবর এটাকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটা মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি আসক্ত হয়ে পড়েন, আমি যেমনটা হয়েছিলাম, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে।’