বৃহস্পতিবার (১০ জুলাই) দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এ দখলদার সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিলেন তাদের সেনারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোঁতা হয়। মাইন পোঁতার দুই ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু এসময় ক্যাপ্টেন রি বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে, বোমার কোনো শার্পনেল এসে তার শরীরে আঘাত হেনেছে। এ ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়।