চট্টগ্রামের মিরসরাইয়ে শত্রুতাবশত বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী এলাকায় স্থানীয় ইউপি সদস্য ও মৎস্যচাষী রহিম উদ্দিন মুক্তারের মাছ চাষের দিঘীতে এই ঘটনা ঘটে।

মৎস্যচাষী রহিম উদ্দিন মুক্তার জানান, তিনি ২০১৪ সালে প্রবাস জীবন শেষে দেশে ফিরে এক একর ৭০ শতক দিঘী বন্ধক নিয়ে রুই, পাঙ্গাশ, মৃগেল, ব্রিকেট, শিং, কার্প জাতীয় ও মিশ্র মাছ চাষ করে আসছিলেন। আজ ভোর ৫টায় তার বড় ভাই দিলদার কোম্পানী দিঘীর সব মাছ ঠিকঠাক দেখেছিলেন। কিন্তু এক ঘন্টা পর ৬টায় স্থানীয় আবুল কাশেম তাকে কল করে জানান, দিঘীর সব মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, বিপুল সংখ্যক মাছ মরে ভেসে আছে, যা শত্রুতাবশত বিষ প্রয়োগের ফল বলে তিনি ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মুক্তার বলেন, ‘দিঘীতে প্রায় ১৩ টন মাছ ছিল, যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।’

তিনি আরো জানান, খাদ্যের দোকানে তার টাকা বকেয়া রয়েছে এবং ১২ লাখ টাকা ব্যাংক ঋণও আছে। কিভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো: সেলিম জানান, ইছাখালীতে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি তিনি এখনো অবগত নন। তবে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews