যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও সংকটের দিকে মোড় নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক বৃদ্ধির মুখে চীনের বাণিজ্য মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়েছে, শেষ অবধি লড়াই করে যাবে তারা।
বিশ্ববাণিজ্যে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে কোণঠাসা করতে তৎপর ট্রাম্প। অন্য দেশগুলোর ওপর আরোপ করা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার চীনা প্রায় সব পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানায়। এরপর আজ শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রশাসনের ওই পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।