এয়ার কন্ডিশনার আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, বিশেষ করে গ্রীষ্মকালে। তবে এসময় এসির সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে ঠিকমতো ঘর ঠান্ডা না হওয়া। সারাক্ষণ এসি ছেড়ে রেখেও দেখা যায় ঘর ঠান্ডা হচ্ছে না।

বুঝতে হবে এসিতে কোনঘ সমস্যা হয়েছে। গরমে কী হবে ভেবেই অনেকে ঠিক এক মুহূর্ত অপেক্ষা না করে এই সময় টেকনিশিয়ানকে ফোন করেন। তবে তাকে ডাকার আগে নিজেই কিছু ক্ষেত্রে বুঝতে পারবেন আপনার এসিতে কী কী সমস্যা রয়েছে। ফলে আপনি নিজেই সাময়িক সমস্যা দূর করতে পারবেন। এসি থেকে বেরবে ঠান্ডা হাওয়া।

আপনার এসি ঘর সঠিকভাবে ঠান্ডা না হলে করণীয় জেনে নিন-

>> এসি ঠান্ডা না হলে প্রথমেই ফিল্টার পরিষ্কার করুন। এসির ফিল্টারে ধুলা জমতে থাকে এবং কুলিং এফেক্ট কমিয়ে দেয়। ফিল্টারটি পরিষ্কার করে নিন, ঘগর আগের থেকে বেশি ঠান্ডা হবে নিশ্চিত।

>> থার্মোস্ট্যাট সেটিংস সঠিক কি না তা পরীক্ষা করুন। অনেক সময় থার্মোস্ট্যাটের ভুল সেটিংসের কারণে এসি ঠান্ডা হয় না।

>> ভেন্ট ও গ্রিল পরিষ্কার করুন। এসির ভেন্ট, গ্রিলে ধুলা জমতে হবে। সঠিক বায়ু সঞ্চালন নিশ্চিত করতে এগুলো পরিষ্কার করুন।

>> কুলিং কয়েলগুলো পরীক্ষা করুন। কুলিং কয়েলগুলোতে ধুলো জমা হয়, যার ফলে শীতলতা হ্রাস পায়। সেগুলি ধুয়ে ফেলুন।

>> এসির আউটডোর ইউনিটও পরীক্ষা করুন। যদি সেটির চারপাশে কোনো বাধা থাকে তবে এটি সরিয়ে ফেলুন যাতে বায়ু প্রবাহ সঠিক হয়।

>> এসির পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না, তাও দেখে নিন। অনেক সময় ভোল্টেজের সমস্যার কারণে এসি ঠিকমতো কাজ করে না।

>> এসি কুল্যান্টের লেভেলও পরীক্ষা করুন। যদি কুল্যান্ট কম থাকে তবে এটি পূরণ করুন।

>> এসি টাইমার সেটিংসও চেক করুন। অনেক সময় টাইমারের কারণেও এসি ঠিকমতো ঠান্ডা হয় না।

>> এসি চালানোর সময় দরজা-জানালা বন্ধ রাখুন যাতে ঠান্ডা বাতাস বাইরে না যায়। যদি দরজা জানালায় ফাঁক থাকে ঘর ঠান্ডা হতে দেরী হয়, তাড়াতাড়ি ঠান্ডা কমেও যায়।

>> এই সহজ সমাধানগুলো ট্রাই করে আপনি আপনার এসি কুলিং বাড়াতে পারবেন, টেকনিশিয়ানকে ডাকার প্রয়োজন নেই। উপরে উল্লিখিত প্রতিকারগুলো চেষ্টা।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews