চট্টগ্রাম: চন্দনাইশের গাছবাড়িয়ায় নানার বাড়িতে বেড়াতে যাওয়া ২০ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার সময় বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কিশোরীর নানা-নানিকেও কুপিয়ে আহত করা হয়।



মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।  

চন্দনাইশ থানার এএসআই আমিন উল্লাহ বাংলানিউজকে বলেন, রাতে নোয়াপাড়ায় ঘরে ঢুকে ২০ বছরের কিশোরী খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে নাজিম উদ্দীন (২৮)।









তিনি আরও জানান, রাত ১২টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত নাজিম পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। আহত নানা-নানি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। নাজিমকে আটক করতে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫

এমআই/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews