বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছেন যে তার ২০১৫ সালের নির্মিত সিনেমা ‘পিকু’ আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। 

শনিবার ইনস্টাগ্রামে দীপিকা বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন এবং ওই সিনেমাটির কয়েকটি দৃশ্যের একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওটি শেয়ার করে দীপিকা লেখেন, ‘এমন একটা ছবি যা সব সময় আমার মনে থেকে যাবে। ‘পিকু’ ১০ বছর পূর্ণ করল। চলতি বছরের ৯ মে ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে! ইরফান, আমরা তোমাকে মিস করছি! মাঝে মাঝে তোমার কথা ভাবি’।

পোস্টটি দেখে দীপিকার অনুরাগীরা নানা মন্তব্য করেন। একজন অনুরাগী বলেছেন, ‘অভিনেত্রী নিজেই একজন মাস্টারপিস, তাহলে কি তার সিনেমাগুলো মাস্টারপিস হবে না?’ 

একজন মন্তব্য করেছেন, ‘আমার দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি! অসাধারণ।’ আর একজন লেখেন, ‘এটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’ এক নেটিজেন লেখেন, ‘আমার সর্বকালের প্রিয় সিনেমা। আমার কম্ফোটেবল সিনেমা।’

তাছাড়াও অমিতাভ বচ্চনকেও একটি ভিডিওতে ‘পিকু’-এর রি-রিলিজ নিয়ে বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, ‘নমস্কার। পিকুকে মনে আছে? পিকু, ভাস্করদা একটা রোড ট্রিপে গিয়েছিল। মনে নেই? এটা দেখুন। এটা একটা অসাধারণ রোড ট্রিপ ছিল। এটা ছিল অপ্রত্যাশিত এবং অবিস্মরণীয়’

তিনি আরও বলেন, ‘আবেগ, হাসি এবং উত্তেজনাও ছিল। পিকু আপনার নিকটতম প্রেক্ষাগৃহে আবার মুক্তি পেতে চলেছে। দেখবেন, তাই না?’

২০১৫ সালে ‘পিকু’ মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন সুজিত সরকার। ‘পিকু’ প্রযোজনার দায়িত্বে ছিলেন এনপি সিং, রনি লাহিড়ী এবং স্নেহা রজনী। ছবিটিতে অমিতাভ, দীপিকা এবং প্রয়াত ইরফান খানকে মুখ্য ভূমিকায় অভিনয় করেতে দেখা গিয়েছিল। সিনেমাটিতে তারা ছাড়াও ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং রঘুবীর যাদব।

সম্প্রতি, সুজিত সরকার ‘পিকু’ ছবির শ্যুটিংয়ের সময় সেটের নানা ছবি শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রামে, সুজিত একটি ছবি শেয়ার করেন যেখানে খুব উত্তেজিত হয়ে তাকে দীপিকার সঙ্গে আলোচনা করতে দেখা যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews