ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেয়া ব্যক্তিটিকে চিহ্নিত করেছেন ঢাবির আরবী বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী ও তাদের বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেয়ার ভিডিওটি ছড়িয়ে পড়লে এমনটাই দাবি করেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, রবিউল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরবী বিভাগের শিক্ষার্থী। গত ৫ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের আগে থাকতেন মাস্টারদা সূর্যসেন হলে। তখন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী ছিলেন।

এ বিষয়ে আরবী বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, আমরা সবাই তাকে খালি চোখে চিনতে পেরেছি। সে কয়েকদিন আগে ৭১ হলের সামনে এসে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে পোস্ট করেছে। এ বিষয়ে জানতে রবিউল ইসলাম রাকিবকে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা বিষয়টা গুরুত্বের সাথে দেখছি। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন তদন্ত চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews