গত সোমবার প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচে ওয়ার্ম আপের সময়ই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তামিম। টস করে ড্রেসিংরুমে ফেরার পর সেটি আরও বাড়ে। তখনো বোঝা যায়নি হার্ট অ্যাটাক করেছে তাঁর।
তাৎক্ষণিকভাবে তামিমকে বিকেএসপির অদূরে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর মাঠে ফিরে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন আবার হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক।