গত ৫ আগস্টের পর টঙ্গী পূর্ব থানায় চার মাসে ৫ বার ওসি বদল হয়েছে। ৫ম অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন ফরিদুল ইসলাম।

শুক্রবার টঙ্গী পূর্ব থানা সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে জিএমপির এক অফিস আদেশে নতুন ওসি পদায়ন করে আগের ওসিকে ক্লোজড করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একই আদেশে জিএমপির ডিবি দক্ষিণ বিভাগের নিরস্ত্র পরিদর্শক ফরিদুল ইসলামকে বদলি করে টঙ্গী পূর্ব থানার ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে উপপুলিশ কমিশনারের (অতিরিক্ত ডিআইজি) স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়। কী কারণে যোগদানের ২ মাসের মাথায় ৪র্থ ওসি কায়সার আহমেদের এমন স্ট্যান্ড রিলিজ তা কেউ বলছে না।

এর আগে জব্দকৃত সরকারি মালামাল বিক্রির অভিযোগে ৩য় ওসি মামুনুর রশীদ স্ট্যান্ড রিলিজ হয়। ৫ আগস্টে টঙ্গী পূর্ব থানার ওসি ছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে বদলি করায় রাফিউল করিম রাফি যোগদান করেন। তাকেও বদলি করার পর যোগদান করেন এসএম মামুনুর রশীদ। তাকে স্ট্যান্ড রিলিজ করার পর কায়সার আহমেদ যোগদান করেছিলেন। বৃহস্পতিবার রাতে দেওয়া এক অফিস আদেশে তাকেও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews