বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ ঢাকা ট্রিবিউনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দৈনিক যুগান্তর।
আজ রোববার সকালে পল্টন আউটার স্টেডিয়ামে দুই প্রতিপক্ষের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দাপট দেখিয়েছে যুগান্তর টিম। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে অপরাজিত যুগান্তর।
যুগান্তরের পক্ষে দুটি গোল করে ম্যাচসেরা হয়েছেন মাজাহার মিথুন। সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম সেমিফাইনাল। ১০ মিনিট করে ২০ মিনিট চলে খেলা।
ফাইনালে যুগান্তরের প্রতিপক্ষ দেশটিভি অথবা বৈশাখী টিভি। তাদের মধ্যকার সেমিফাইনাল এখনো চলছে।
এর আগে গতকাল শনিবার কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে টাইব্রেকারে ৪-২ গোলে প্রথম আলোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টিম যুগান্তর।
টিম যুগান্তরের সদস্যরা হলেন- কাজী জেবেল (অধিনায়ক), মাজহার মিথুন, হামিদ বিশ্বাস, সাদ্দাম হোসেন ইমরান, জ্যোতির্ময় মণ্ডল, চমং উ মারমা, হেলাল নিরব, সাহাদাতুর রহমান ও একে সালমান (গোলরক্ষক)।
এর আগে প্রথম রাউন্ডে যুগান্তর হারায় মানবজমিনকে, ২-০ গোলের জয় নিয়ে চলে যায় শেষ ষোলোর লড়াইয়ে। সেখানে আরটিভিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় দলটা। তারপর কোয়ার্টার ফাইনালে প্রথম আলোর বিপক্ষে জয় দিয়ে ফাইনালে চলে যায়।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজন করে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবছর টুর্নামেন্টে অংশ নিয়েছে গণমাধ্যমের মোট ৩২টি ফুটবল দল।