ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বুধই শেখ নামের ষাটোর্ধ্ব বয়সের এক বৃদ্ধের নামে থানায় মামলা হয়েছে। মামলায় বুধই শেখকে প্রধান করে ৪ জনকে আসামি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে ১১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী বাড়ীর পশ্চিম পাশে মাঠে খেলতে যায়। সেখান থেকে একই ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বুধই শেখ (৬১) শিশুটিকে সুকৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বুধই শেখ পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকরা বুধইয়ের কাছে শুনতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। কোন উপায়ান্তর না পেয়ে শিশুর বাদী হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলায় বুধই শেখকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews