আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
এ ব্যাপারে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ নেবেন।