জামিনে মুক্ত হয়ে জেলগেট থেকেই ছাত্র-জনতার হাতে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরের দিকে তাড়াশ থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে ছাত্র-জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। রাতে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়। বুধবার সকালে তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২–এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেফতার করে। পরে র‌্যাব-১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হন।

ডা. আব্দুল আজিজ শিশু হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতির দায়িত্বও পালন করেন।  

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews