আমরা একে অপরের শত্রু নই: মালালা

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার ভীতিকর পরিস্থিতিতে দুই দেশের নেতাদের উদ্দেশে চলমান উত্তেজনা কমিয়ে আনার বার্তা দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মালালা বলেন, ‘উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’

পোস্টে মালালা আরও লিখেছেন, ‘আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু। আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ।’ 

মালালা আরও লেখেন, ‘এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।’ সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতিও জানান তিনি। 

১৯৯৭ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১২ সালে স্কুল থেকে ফেরার পথে তালেবানের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় তাঁকে। সুস্থ হয়ে সেখানে পড়াশোনা শুরু করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পাননি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews