বারো বছর পূর্ণ হলো জিৎকন্যা নবন্যার। ১২/১২/১২— এমনই একটি তারিখে টালিউড অভিনেতা জিৎ ও তার স্ত্রী মোহনার ঘর আলো করে কোলে এসেছিল মেয়ে নবন্যা। সেদিনের সুখস্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ জিৎ বললেন, ‘তুমি জীবনে আসার পর ওই কথার অর্থ বুঝেছি’। কী সেই অর্থের কথা বললেন অভিনেতা।

সাধারণত সিনেমার প্রচার ছাড়া কখনো প্রকাশ্যে আসতে দেখা যায় না অভিনেতা জিৎকে। তবে তিনি আদ্যোপান্ত ‘ফ্যামিলিম্যান’। তার প্রমাণ একাধিকবার পেয়েছেন ভক্ত-অনুরাগীরা। তার সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছবি ও কাজ সংক্রান্ত পোস্ট হয়। এর বাইরে এ অভিনেতাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। বাকিটা সময় পরিবারের জন্য। তাই মেয়ের জন্মদিনেও একেবারে ঘরের ছবি তুলে ধরলেন অভিনেতা জিৎ।

একমাত্র মেয়ের নানা মুহূর্তের একটি ভিডিওতে শেয়ার করে নিয়েছেন জিৎ। কখনো বাড়িতে সে খুনসুটি করছে, কখনোবা বাবার সঙ্গে আদুরে ফটোশুটে ব্যস্ত, কখনো মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে, আবার কখনো ভাইকে কোলে নিয়ে আদর করছে নবন্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ভিডিও শেয়ার করে জিৎ লিখেছেন—নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি...’। তিনি এখন বুঝি— আমরা সবাই আমাদের বাবা-মায়ের থেকে এই কথাটা কখনো না কখনো শুনেছি। 

অভিনেতা বলেন, ২০১২ সালের ১২ ডিসেম্বর, তুমি আমাদের জীবনে আসার পর, এই কথার সঠিক অর্থ আমি বুঝতে শিখি। স্বার্থহীন ভালোবাসা সত্যিই কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয়। সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। আমি খুব আনন্দিত তুমি আমাদের জীবনে এসেছ। আমার বাবা-মাকেও অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। সোনালি জন্মদিনের অনেক শুভেচ্ছা নবন্যাকে।

মেয়ের থেকে অনেক কিছু শিখছেন বলেও জানিয়েছেন জিৎ। ‘জেন জি’ ও ‘আলফা’ প্রজন্মের ভাষাও শিখছেন তারকা। তিনি বলেন, বিষয়টা দ্রুত শেখা একটু কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করে যাব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews