অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী কলকাতার সৃজিত মুখার্জি। গতকাল মুক্তি পায় তাঁর নির্মিত ‘কিলবিল সোসাইটি’। নতুন ছবির মাধ্যমে আবারও সৃজিত মুখার্জির পরিচালনায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে এটি প্রথমবার নয়, পরমব্রত এর আগেও একাধিকবার সৃজিতের ছবিতে কাজ করেছেন। অনেকেই হয়তো জানেন না, কাজের বাইরেও সৃজিত ও পরমব্রতের রয়েছে একটি বিশেষ ব্যক্তিগত সম্পর্ক। সৃজিত মুখার্জি ও পরমব্রত একই স্কুলে পড়াশোনা করেছেন। সৃজিত ছিলেন পরমব্রতের সিনিয়র। সৃজিতের কথায়- ‘৩৭ বছরের এই সম্পর্কটা ভালোবাসা-ঘৃণা দিয়ে ব্যাখ্যা করা যায় না। পরমব্রত আর আমি বারবার কাছে এসেছি, আবার দূরেও গেছি। এটুকু বলতে পারি, আমাদের মধ্যে একটা আলাদা বোঝাপড়া আছে।’ ঘটনাচক্রে সৃজিত ও পরমব্রতের প্রাক্তন প্রেমিকা একই ব্যক্তি-স্বস্তিকা মুখার্জি। এ তথ্য অনেকেরই জানা। প্রকাশ্যেও এ বিষয়ে কেউ কখনো মুখ বন্ধ রাখেননি। তবে এ কারণে কি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল?