শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরি বৃথা গেলো রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের কাছে। দুজনেই ব্যাট হাতে আক্রমণাত্মক থেকে শেষ হাসি হাসলেন। আইপিএলে পাঁচবারের দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ উইকেটে টানা তৃতীয় জয় পেলো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ১৫.৪ ওভারে মাত্র এক উইকেটে ১৭৭ রান করে মুম্বাই।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও চেন্নাই। চেপুকে চার উইকেটে জিতেছিল চেন্নাই। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই হারের শোধ তুললো মুম্বাই। পাঁচবারের চেষ্টায় চেন্নাইকে হারালো তারা।

আইপিএল অভিষেকে ১৭ বছর বয়সী ব্যাটার আয়ুশ মাত্রে ঝলক দেখান। ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে নেমে ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। চারটি চার ও দুটি ছয়ের মার ছিল তার ব্যাটে।

সূর্যকুমার ফিফটিতে রাঙান তার জয়সূচক ইনিংস

এরপর জাদেজা ও দুবে ৭৯ রানের জুটি গড়ে চেন্নাইয়ের সংগ্রহে বড় অবদান রাখেন। দুজনেই ফিফটি করেন। 

৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। ৩২ বলে ৫০ রান করেন দুবে। মহেন্দ্র সিং ধোনি ৪ রানে থেমেছেন। 

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন জসপ্রীত বুমরা।

ফ্লাট উইকেটে চেন্নাইকে পাত্তা দেয়নি মুম্বাই। লক্ষ্যে নেমে ৪০ বলে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন রায়ান রিকেলটন। তারপর রোহিত ও সূর্যের ব্যাটিং তাণ্ডব। ৫৪ বলে ১১৪ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জেতান তারা।

৪৫ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৭৬ রানে অপরাজিত ছিলেন রোহিত। ম্যাচসেরা হয়েছেন তিনি। সূর্য ৩০ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন।

২৬ বল ও ৯ উইকেট হাতে রেখে নেট রান রেটে বড় উন্নতি হলো মুম্বাইয়ের। আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে গেছে তারা। চেন্নাই সমান খেলে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews