যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনটি অনুযায়ী, ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কার্যক্রম বাড়ছে। 



প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্ষমতাসীন দল বিজেপি মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিমসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, হেনস্তা এবং বৈষম্যের শিকার করছে। ২০২৪ সালে দেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে। ২০২৩ সালে, নিউইয়র্কে এক মার্কিন শিখ নাগরিককে হত্যাচেষ্টার অভিযোগে রয়-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়।



এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত। গত বছরও একই ধরনের প্রতিবেদন প্রকাশে ভারতের সমালোচনা করা হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews