প্রথম লেগে ছেড়ে কথা বলেনি কেউ, লড়াই হয় সেয়ানে সেয়ানে। ৪-৪ গোলে হয়েছিল ম্যাচের নিষ্পত্তি। ফলে ফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল দুই দল। যেখানে শেষ হাসি বার্সার।
আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার (২ এপ্রিল) সেমিফাইনালের দ্বিতীয় লেগে মেট্রোপলিটন স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে ফাইনালে উঠলো বার্সা। শনিবার (২৬ এপ্রিল) ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।
লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনো কোনো ম্যাচ হারেনি বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা এখন অপরাজেয় টানা ২১ ম্যাচে।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে লড়াই। বল দখলে অবশ্য যথারীতি আধিপত্য করে বার্সেলোনা। তবে কাঙ্খিত ফল আসেনি। বড় কোনো সুযোগ আসেনি।
কাতালানদের সামনে প্রথম ভালো সুযোগ আসে ২৭তম মিনিটে। যা কাজে লাগায় তারা। লামিনে ইয়ামালের দেয়া দারুণ পাস ধরে ছুটে এসে ফেররান তোরেস দারুণ দক্ষতায় বল জালে জড়ান।
একটু পর দু’টি সহক সুযোগ পেয়ে যায় বার্সা। বক্সে রাফিনিয়ার শট প্রতিহত হবার পর আরো একবার বল বাহিরে পাঠান ইয়ামাল। ৩৯তম মিনিটে ইয়ামালের পাস ধরে রাফিনিয়ার কোনাকুনি শট নিলেও তা আটকে দেন গোলরক্ষক হুয়ান মুসো।
প্রথমার্ধে আর তেমন কিছুই হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া আতলেটিকো ওয়ান-অন-ওয়ানে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরপর ৬৯তম মিনিটে জালের দেখাও পেয়ে যায় স্বাগতিকেরা।
বল জালে জড়ান দলটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলোথ। তবে অফসাইডে কাটা পড়ে সেই চেষ্টা। বাকি সময়ে আরো কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি।