প্রথম ম্যাচে হারের পর স্বস্তি ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে  আজিঙ্কা রাহানের দল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তুলেছিল রাজস্থান। জবাবে কেকেআর করল ২ উইকেটে ১৫৩। তাতে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী দলটি।

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য পায় কেকেয়ার। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা মতো হয়নি। তবু জয়ের ক্ষেত্রে তা কোনো প্রতিবন্ধকতা হয়নি।

সুনীল নারাইনের অনুপস্থিতিতে কুইন্টন ডি ককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মঈন আলি। কিন্তু এই ইংলিশ অলরাউন্ডার সুবিধা করতে পারেননি। প্রথম ওভারে একটি বলও ব্যাটে লাগাতে পারেননি। ১২ বলে ৫ রান করে আউট হয়ে যান তিনি।

মঈন আউট হওয়ার পর ডি ককের সঙ্গে কলকাতার ইনিংস এগিয়ে যাওয়ার দায়িত্ব নেন অধিনায়ক রাহানে। প্রথম ম্যাচের মতোই আগ্রাসী মেজাজে শুরু করলেও রান পেলেন না তিনিও। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৮ রানেই শেষ হয় তার ইনিংস।

৭০ রানে ২ উইকেট হারানোর পর ডি ককের সঙ্গে জুটি বাঁধেন অঙ্গকৃশ রঘুবংশী। তারা দু’জন মিলেই শেষ পর্যন্ত দলকে প্রতিযোগিতায় প্রথম জয়ের দরজায় পৌঁছে দেন।

ডিককের ব্যাট থেকে এসেছে ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে তার। অন্যদিকে রঘুবংশী অপরাজিত রইলেন ১৭ বলে ২২ রান করে। বোলিং সহায়ক উইকেট পেয়েও রাজস্থানের বোলারেরা কেউই সুবিধা করতে পারেননি। রাজস্থানের সফলতম বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৪ রানে শিকার করেছেন ১ উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাহানে। ঘরের চেনা মাঠে প্রথমে ব্যাটিং পেয়ে প্রথমে খুশিই দেখাচ্ছিল প্রথম তিন ম্যাচের জন্য রাজস্থানের অধিনায়ক পরাগকে। কিন্তু সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত আর উইকেটের ভাব বুঝে করা বোলিংয়ে রাজস্থানের ব্যাটাররা হাত খুলে খেলতে পারেননি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান এসেছে ধ্রুব জুরেলের ব্যাটে। ওপেন করতে নামা যশস্বী জয়সোয়াল করেন ২৪ বলে ২৯ রান। অন্য ওপেনার সঞ্জু স্যামসন করলেন ১১ বলে ১৩। তিন নম্বরে নেমে পরাগের অবদান ১৫ বলে ২৫।

কলকাতার বোলারদের মধ্যে সফলতম বরুণ ১৭ রানে নেন ২ উইকেট। আরেক স্পিনার মঈন ২৩ রানে ঝুলিতে পুরেছেন সমান ২ উইকেট নিলেন। দুটি করে উইকেট পান বৈভব আরোরা ও হার্ষিত রানা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews