দেশের ফুটবলে আজ এক অবিস্মরণীয় দিন। লাল সবুজের জার্সি গায়ে চাপাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে তার।

ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার এই মুহূর্তে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এছাড়া ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলেও খেলেছেন হামজা।

তবে হামজার মা-বাবার জন্ম নিবাস বাংলাদেশের সিলেটে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামেই তাদের বেড়ে উঠা। সেই সুবাদে হামজা পা রেখেছেন বাংলাদেশে, আপন করে নিয়েছেন লাল-সবুজ জার্সিকে।

যদিও এর জন্য পাড়ি দিতে হয়েছে লম্বা পথ। সহসাই হয়ে যায়নি সব। অনেক অনিশ্চিয়তা আর শঙ্কা কাটিয়েই বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে হামজা এখন মাতৃভূমিতে।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতারণ করেন তিনি।

শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হবে হামজার। এই ম্যাচ নিয়ে বড় স্বপ্নই দেখছেন হামজা।

বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের সাথে আলাপকালে হামজা জানান, ‘চমৎকার, এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। আমি জিততে চাই। আমার বড় স্বপ্ন আছে। ইনশাআল্লাহ, আমরা জিতে পরবর্তী পর্বে যেতে পারব।’

উল্লেখ্য, বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাফুফের এক্সকিউটিভ কমিটির একটা দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখানে তাকে ঘিরে চলছে নানা আয়োজন। তবে সবকিছু নির্বিঘ্ন রাখতে ও নিরাপত্তার জন্য হামজার সাথে সার্বক্ষণিক একটা বিশেষ টিম থাকবে বাফুফের পক্ষ থেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews