চট্টগ্রাম: বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি অভিযোগে ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে দুই প্রতিষ্ঠান মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।  

শনিবার (১৫ মার্চ) দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজারে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ বাংলানিউজকে জানান, সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে এ প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পাঞ্জাবি বিক্রি করে আসছে। দেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো।









জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫

এমআর/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews