বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবারের মতো শপথ নিয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সেরিমোনিয়াল হলে, যা দেশটির রাজধানী মিনস্কের প্যালেস অব ইন্ডিপেন্ডেন্সের মধ্যে সবচেয়ে বড় স্থান।

অনুষ্ঠানে যোগদানের জন্য এক হাজার ১০০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। লুকাশেঙ্কোর আগমনের আগে, বেলারুশ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা ও প্রেসিডেন্টের পতাকা হলের ভেতরে আনা হয়েছিল।

পরে সংবিধানের উপর ডান হাত রেখে লুকাশেঙ্কো শপথ গ্রহণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান লুকাশেঙ্কোকে আনুষ্ঠানিক সনদ প্রদান করেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি নির্বাচনে লুকাশেঙ্কো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি ৫১ লাখেরও বেশি ভোট পান, যা মোট ভোটের প্রায় ৮৭ শতাংশ। কমিশন ৩ ফেব্রুয়ারি এক সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল অনুমোদন করে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বেলারুশে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হলে তাতে জয়ী হন লুকাশেঙ্কো। এরপর থেকে বেলারুশে এখন পর্যন্ত মোট সাতবার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। লুকাশেঙ্কো প্রত্যেকবারই নির্বাচনে জয়ী হয়েছেন। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর গত ৩৩ বছরের মধ্যে ৩০ বছরই দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধানের পদে রয়েছেন তিনি।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews