পবিত্র ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, বরং এই দিনে নবীজি (সা.)-এর কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে, যা পালন করলে ঈদের আনন্দ আরও বরকতময় ও অর্থবহ হয়ে ওঠে। আসুন, জেনে নিই ঈদুল ফিতরের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ—

১. পবিত্রতা অর্জন করা

ঈদের নামাজের আগে মিসওয়াক করা ও গোসল করা সুন্নাত। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস (রা.) বলেন,“নবীজি (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন।” (ইবনে মাজাহ, হাদিস: ১৩১৫)

২. ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া

ঈদুল ফিতরের দিন নামাজের আগে মিষ্টিজাতীয় কিছু খাওয়া সুন্নাত। হযরত আনাস (রা.) বলেন, “নবীজি (সা.) ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৯৫৩)

৩. উত্তম পোশাক পরিধান করা

ঈদের দিনে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নাত। হাদিসে এসেছে, “নবীজি (সা.) প্রতিটি ঈদে বিশেষ জামা পরিধান করতেন।” (বায়হাকি, হাদিস: ৬৩৬৩)

4. ঈদগাহে যাওয়ার সময় তাকবির পড়া

নবীজি (সা.) ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহে গমন করতেন। (সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, হাদিস: ১৭১)

৫. আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করা

হযরত জাবের (রা.) বলেন, “নবীজি (সা.) ঈদুল ফিতরের দিনে ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতেন এবং ভিন্ন রাস্তা দিয়ে ফিরতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৯৮৬)

৬. হেঁটে ঈদগাহে যাওয়া

অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত। (তিরমিজি, হাদিস: ১২৯৫)

৭. ঈদের শুভেচ্ছা বিনিময় করা

নবীজি (সা.) ও সাহাবিগণ বলতেন, “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
(অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমল কবুল করুন।) (ফাতহুল কাদির: ২/৫১৭)

৮. ঈদের খুতবা শোনা

ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নাত। (ইবনে মাজাহ, হাদিস: ১২৯৩)

সুন্নাহগুলো পালন করুন, ঈদের আনন্দ বাড়িয়ে তুলুন!

ঈদের দিনের এই সুন্নাহগুলো পালন করলে আমাদের ঈদের আনন্দ আরও বাড়বে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথ সুগম হবে। আসুন, আমরা সবাই এই বরকতময় দিনটি নবীজি (সা.)-এর সুন্নাহ অনুযায়ী উদযাপন করি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews