অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কয়েকটি মূল কারণ হলো উজ্জ্বল স্ক্রিন, দ্রুত প্রসেসর, ব্যাকগ্রাউন্ড অ্যাপ, ও ইন্টারনেট ব্যবহার। তবে কিছু সহজ সেটিংস বদলেই ব্যাটারি লাইফ বাড়ানো সম্ভব:

১. পাওয়ার সেভিং মোড অন করুন:
Samsung-এ Settings > Battery > Power saving
Pixel-এ Settings > Battery > Battery Saver
Extreme Battery Saver ও Adaptive Battery চালু রাখুন।

২. স্ক্রিনের উজ্জ্বলতা কমান:
Auto brightness বন্ধ করে প্রয়োজনমতো কমিয়ে রাখুন।

৩. Always on Display বন্ধ করুন:
Samsung: Settings > Lock screen
Pixel: Settings > Display > Lock screen

৪. স্ক্রিন টাইমআউট কমান:
Settings > Display > Screen timeout – ১৫–৩০ সেকেন্ড বেছে নিন।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করুন:
Samsung: Battery > Background usage limits
Pixel: App battery usage থেকে অপ্রয়োজনীয় অ্যাপ অপটিমাইজ করুন।

এই টিপসগুলো মানলে ব্যাটারি চলবে অনেক বেশি সময়।

সূত্র: https://www.pcmag.com/how-to/9-tips-to-boost-your-android-phones-battery-life



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews