দক্ষিণী সুপারস্টার প্রভাসের প্রেম নিয়ে বরাবরই রয়েছে গুঞ্জন। ‘বাহুবলী’ ছবির সময় থেকে তাঁর সঙ্গে অনুষ্কা শেট্টির সম্পর্কের কথা শোনা গেছে বারবার। এমনকি তাঁদের বিয়ের গুজবও ছড়িয়েছিল। পরে ‘আদিপুরুষ’ ছবির সময় নাম জড়ায় কৃতি শ্যাননের সঙ্গে। তবে এসব সম্পর্কের গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানালেন, এখনো এমন কাউকে পাননি, যাকে দেখে মনে হবে "এই সেই স্বপ্নসুন্দরী!" বিয়েতে তাঁর অনীহা নেই, কিন্তু মনের মতো সঙ্গী খুঁজে পাননি।
৪০ পেরোলেও বিয়ে নিয়ে চিন্তিত নন প্রভাস। তবে তাঁর মা নাকি ছেলের ঘর বাঁধার বিষয়ে বেশ উদ্বিগ্ন! এই প্রসঙ্গে অভিনেতা মজার ছলে বলেন, "আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়েছি!"
তবে কি প্রভাস দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক ‘চিরকুমার’ সালমান খানের পথে হাঁটছেন? নাকি সময়ের সঙ্গে বদলে যাবে দৃশ্যপট?