চট্টগ্রাম: নগরে অস্থিতিশীলতা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সিএমপির জনসংযোগ শাখার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



গ্রেপ্তাররা হলেন-ডবলমুরিং থানার মো. রুবেল (৩৪), মো. রমজান আলী (২৮), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মো. ইয়াসিন (২০), মো. সোহেল (২২), মো. সুমন (২৫), মো. সুমন (৩০), আদিত্য শীল নিলয় (১৯), মো. রানা (৩৪), হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মো. সাব্বির হোসেন (১৯), আকবরশাহ থানার কাউছার আহম্মেদ সাকিব (২২), মো. রাজু (২৫) ও পাহাড়তলী থানার মো. শেখ ফরিদ (৩৬), মো. ওয়াহিদুল ইসলাম (৩৪), মো. জহিরুল ইসলাম (৪০), বায়েজিদ বোস্তামী থানার মো. শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মো. রেজাউল (২০), মো. সানি (২২), পাচঁলাইশ মডেল থানার আসামি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের সহযোগী মো. সেকান্দার আলম বাবর (৪৫), চান্দগাঁও থানার মো. আকরাম হোসেন (২৪), মো. নজরুল ইসলাম (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মেঘা আক্তার (১৯), জেসমিন আক্তার (২৪), মো. রায়হান (২১), মো. সাকিব (২২), রাশিদ শাহরিয়ার (১৯), লাভলু দাস (৩৯), মো. মোজাম্মল হক নাঈম (১৯) ও খুলশী থানার মো. সেলিম (৪৫), বাকলিয়া থানার মো. আনিসুর রহমান (৩৩), সালসাবিলনুর আজাদ শিবলী (১৯), আমির খসরু (২৪), জাহাঙ্গীর আলম (২৬), সদরঘাট থানার সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪২), মো. জসীম (৪৪), চকবাজার থানার মো. আবু বক্কর (২৮) ও কোতোয়ালী থানার মো. মুরাদ (৪৫), মো. গিয়াস উদ্দিন (৩২), মো. নজরুল ইসলাম (৩১), মো. সোহেল রানা বাটু সোহেল (৩০), সবুজ বর্ধন (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের দুই (২) নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০), ইপিজেড থানার নিরব হোসেন শাকিল (২২), পতেঙ্গা থানার মো. সবুজ (২৯) ও বন্দর থানার মো. সাইফুর রহমান (৪৪)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) থানা এলাকায় অভিযানে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।









বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫

পিডি/টিসি/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews