সময়টা ১৯৯১ সালের মে–জুন। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পুরো ইউনিট নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে। পুরো জায়গায় ছিল জাহাজের বিভিন্ন অংশ ও যন্ত্রাংশ। ভারী এসব জিনিস তোলার জন্য সেখানে বেশ কয়েকটি বড় ক্রেন ছিল। সেখানের সবচেয়ে বড় একটি ক্রেন দেখিয়ে পরিচালক মতিন রহমানকে আলমগীর জানান, এটাতে ঝুলে ঝুলে তিনি নিজে একটি দৃশ্য করতে চান। নায়কের এ কথা শুনে পরিচালক সঙ্গে সঙ্গে নাকচ করে দেন। স্টান্টম্যান ও পরিকল্পনা ছাড়া এ ধরনের ঝুঁকি নেওয়ার প্রশ্নই ওঠে না। আলমগীর বেশি চাপাচাপি করলে মতিন রহমান অ্যাকশন ডিরেক্টরের সঙ্গে পরামর্শ করেন। কিন্তু সেখান থেকেও অনুমতি আসেনি। অভিনেতাকে বোঝানো হয় শূন্যে ক্রেনের গতির সঙ্গে ঝুলে থাকা সহজ কোনো বিষয় নয়। তবে আলমগীর নাছোড়বান্দা।