৩ September ২০২৫ Wednesday ১২:০৩:২৪ PM Print this E-mail this

পিরোজপুর বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট ছিনতাই, ফল স্থগিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের পর ভোট গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের শিল্পকলা একাডেমিতে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ভোট গণনার সময় উপস্থিত ব্যক্তিরা জানান, বিকেলে সুষ্ঠুভাবে সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট দেন। এরপর শুরু হয় ভোট গণনা। এক পর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন। এরপরই তা অডিটরিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ব্যক্তি ভোট দেয়া ব্যালটগুলো ছিনতাই করে নিয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা।

এ বিষয়ে পিরোজপুরে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews