সাগর দেওয়ানের কণ্ঠে আধ্যাত্মিক গান

ছোট্ট একটা বিরতির পর নতুন একক গান প্রকাশ করছেন সুফি ও বাউল ঘরানার আলোচিত শিল্পী সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক দেওয়ান পরিবারে বেড়ে ওঠা এ শিল্পীর কণ্ঠে এবার শোনা যাবে ‘প্রেম সাগর’ শিরোনামে একটি আধ্যাত্মিক গান। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। ঈদ উপলক্ষে শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ ছাড়া দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে গানটি শুনতে পাবেন শ্রোতারা। এ আয়োজন নিয়ে শিল্পী সাগর দেওয়ান বলেন, “দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২০০ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছ থেকে দেখেছি। সে ধারা বজায় রেখে গান করে যাচ্ছি। তাই মৌলিক এ  আয়োজনে নিজস্বতা ধরে রাখার চেষ্টা করেছি। আশা করছি, ‘প্রেম সাগর’ গানটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।” 

প্রসঙ্গত, দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের এই শিল্পী পূর্বসূরিদের পথ অনুসরণ করেই সংগীত সাধনা করে যাচ্ছেন। বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ। তাঁর গায়কী ও সুরে আরিফ দেওয়ানের প্রভাব স্পষ্ট। সুফি ও বাউল গানের পাশাপাশি ফিউশনধর্মী আয়োজনে অংশ নিয়েও শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। এর আগে কোক স্টুডিও বাংলাতে ‘মা লো মা’ গান গেয়ে আলোড়ন তুলেছিলেন সাগর দেওয়ান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews