বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, “২৬শে মার্চ ১৯৭১, তৎকালীন মেজর জিয়া (পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘স্বাধীনতার ঘোষণা’ দেন। আওয়ামী লীগ দাবি করে শেখ সাহেব তারবার্তা পাঠিয়ে ঘোষণা দেয়ার নির্দেশ দেন, যার স্বপক্ষে কোনো শক্ত দলিল নেই। শেখ সাহেব জীবিত অবস্থায় এই দাবি করেছেন বলেও কোনো প্রমাণ নেই।”

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুকে ‘প্রসঙ্গ: স্বাধীনতার রূপকার’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

এছাড়া, “‘শেখ সাহেব তারবার্তা পাঠিয়েছিলেন’ এই দাবি সম্পূর্ণ মিথ্যা” উল্লেখ আমান আযমী আরও লেখেন, ‘আরো হাস্যকর ব্যাপার হলো, ২৫শে মার্চ রাতে শেখ সাহেব কি করে জানতেন যে তৎকালীন মেজর জিয়া, ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক, উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ করেছেন?’

ফেসবুক পোস্টে ‘কাউকে স্বাধীনতার রূপকার আদৌ বলা যাবে কিনা তা গবেষণার বিষয়’ উল্লেখ করে আমান আযমী আরও লেখেন, ‘তবে, শেখ সাহেবের ৭ই মার্চ এর ভাষণ মুক্তিযুদ্ধে ক্যাটালিস্ট এর মতো কাজ করেছে। কার নেতৃত্ব স্বাধীন হয়েছে এটাও একটা বড় প্রশ্ন।’

আমান আযমী আরও লেখেন, “রাজনৈতিক বিবেচনায় তাজউদ্দীন সাহেবের নেতৃত্বই ১৯৭১ সালে মূল ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নেই। অন্যান্য নেতাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকাই ছিল না। সকল বিষয় বিবেচনা করে, আমার বাবা শেখ সাহেবকে স্বাধীনতার ‘স্থপতি’ বলেছেন। আমার মূল্যায়নে এটাই সবচেয়ে যুক্তিসংগত।”

সূত্র: https://www.facebook.com/share/1AeYkyA5GK/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews