ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, সরকার নির্বাচনের উৎসবকে বিকৃত করতে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা নতুন গঠিত একটি রাজনৈতিক দল ও জামায়াতে ইসলামীর পরামর্শে আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন।"

নাছির আরও বলেন, "আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা অতীত ভুলে গেছি। আমরা সবকিছু মনে রেখেছি এবং এখনও সহনশীলতা বজায় রেখেছি কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, একে ব্যর্থ হতে দেওয়া যাবে না।"

তবে তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি নতুন রাজনৈতিক দলকে অগ্রাধিকার দিয়ে চলছে। সরকার তাদের বিশেষ সুবিধা দিতে ব্যস্ত, অথচ দেশের ৯৮ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। কেবল দুটি রাজনৈতিক দল— নতুন গঠিত দল ও জামায়াত ইসলাম— এপ্রিল মাসে নির্বাচন চায়।

নাছির মনে করেন, এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচন সংস্কৃতির জন্য একেবারেই অনুপযুক্ত। কারণ এপ্রিল মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, রমজানের শেষে ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যায়। এর ফলে তরুণ ভোটাররা নির্বাচন থেকে বঞ্চিত হবে।

তিনি প্রশ্ন তোলেন, "এপ্রিল মাসে যদি নির্বাচন হয় এবং মে মাসে সরকার গঠিত হয়, তাহলে জুনে বাজেট ঘোষণার জন্য মাত্র এক মাস সময় পাবে নতুন সরকার। এত কম সময়ে কীভাবে কার্যকর বাজেট প্রণয়ন করা সম্ভব?"

নাছির আরও বলেন, গত ১৫ বছরে নির্বাচনকে একটি উৎসবের রূপ দেওয়া হয়নি। এবারও একইভাবে তরুণদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগের বক্তব্য উল্লেখ করে নাছির বলেন, "তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে পাঁচ লাখ নেতাকর্মী খুন হতে পারে। কিন্তু গণঅভ্যুত্থানের পরবর্তীতে কোনো প্রতিশোধমূলক আচরণ বিএনপির পক্ষ থেকে করা হয়নি। আমরা ইতিবাচক রাজনীতি করছি।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি অতীতের মতো অস্থিরতা তৈরি করা হয়, তবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।"

নাছির এ সময় দলীয় নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদার ও প্রতিশোধহীন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন, তাদের নির্দেশেই নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।

নাসিরের দাবি, নির্বাচন যেন দেশের সকল মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিই বিএনপির লক্ষ্য।

ভিডিও দেখুন: https://youtu.be/MrOcHYkfKtY?si=FTEJcNDuTTncI_DF



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews