সকালবেলায় চৈত্র মাসের বাতাস বইছে। মনু নদের ওপর আপনমনে উড়ছে কিছু ধূসর ডানার চিল। নদের হাঁটুজলে টানা হাতা জাল দিয়ে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। বর্ষায় প্রাণকাঁপানো মনু নদের অবস্থা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’র মতো। জল শুকিয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। নদের বুকের ভেতর বালুর চর জেগেছে। দেখে মনে তো পড়তেই পারে ‘আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে...।’ এই ছোট নদ দিয়ে গাড়ি পার না হোক, হাঁটুজল পার হয়ে ঠিকই গরুর দল নিয়ে একজন তরুণ অপর পারের দিকে ছুটে চলেছেন।
মৌলভীবাজার শহরসংলগ্ন নদটির পাড়ে এই বসন্তের কালে অনেকগুলো চেনা-অচেনা ফুল ফুটেছে। যার কিছু এই অঞ্চলেই শুধু নয়, দেশেও নতুন। যেসব ফুল এদিকে এর আগে কোথাও ফুটেছে কি না, বলা মুশকিল। ফুটন্ত ফুলগুলো সকালবেলার মৃদু বাতাস ও আলোয় আরও উজ্জ্বল, ফোটার আনন্দে যেন আরও চনমনে হয়ে আছে। ফোটা ফুলকে ঘিরে গুনগুন করছে, উড়ছে কালো ভোমরার দল।