বরিশাল নগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুজন (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনার একটি ভিডিও পুলিশ উদ্ধার করেছে। সুজনের মৃত্যুর ঘটনাকে শুরু থেকেই পরিবার ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করে আসছিল। উদ্ধার করা ভিডিওতে তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেদম পেটাতে দেখা গেছে। তবে এ ঘটনায় দায়ী কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, সুজনকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা ইনস্টিটিউট সড়কের কীর্তনখোলা নদীর জিয়ানগর মাঠে নিয়ে একটি গাছের সঙ্গে দুই হাত উঁচু করে বেঁধে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন যুবক। লাঠি দিয়ে উপর্যুপরি পেটানোর পর সুজন গুরুতর অসুস্থ হয়ে গেলে হাতের বাঁধন খুলে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তিনি ইশারায় পানি চাইলে একজন গ্লাসে পানি এনে পান করান। এ সময় আরেক যুবক গুরুতর আহত সুজনকে লাথি মারছিলেন। এরপর ওই দিন (শনিবার) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে রাতে মারা যান তিনি।