মেহেরপুরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী ও তার স্বামীকে আটক করেছে । আজ মঙ্গলবার সকালে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় ফেনসিডিল চোরাচালান হচ্ছে। এন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খোরসেদ আলম ও তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন।
বিডি প্রতিদিন/এএ