সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করা হয়েছে। আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে পৌর শহরের থানার মোড় এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কিছু নেতা–কর্মী তাঁর ওপর এই হামলা করেন বলে অভিযোগ বিএনপির।
হামলার পর আজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজাদ হোসেন সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির একাংশের সভাপতি।