বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে খেলার জন্য দেশে ফিরে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। গতকাল বেলা পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তার মা, স্ত্রী এবং সন্তানদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশে সড়কপথে যাত্রা করে বিকালে গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাটে পৌঁছান হামজা। সেখানে পৌঁছে স্বজন ও ভক্তদের ফুলেল শুভেচছায় সিক্ত হন এই তারকা ফুটবলার। বিকাল সাড়ে ৩ টায় হবিগঞ্জের স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন।
হামজার আগমনকে ঘিরে তার বাড়ি সাজানো হয় বর্ণিল সাজে। বাড়ির প্রবেশপথসহ পথে পথে তোরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে। বাড়ির পাশে খালি জায়গায় ছোট একটি মঞ্চ তৈরি করা হয়। স্নানঘাটে পৌঁছার পর এখানেই হামজাকে দেওয়া হয় সংবর্ধনা। স্নানঘাট গ্রামবাসীর দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারকা ফুটবলার হামজা চৌধুরী ও হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া। এ সময় হামজা চৌধুরী সিলেটি ভাষায় বলেন,‘আপনারা সব যে আইছইন আমারে দেখবার লাগি, আমার ভালা লাগছে।’ পরে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে সেøাগানও দেন।
হামজা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান, ২০১৪ সালে সবশেষ দেশে এসেছিলেন হামজা। ২০২২ সালে হামজার বিয়ে হয়। এরপর আর তার দেশে আসা হয়নি। তিনি বলেন, ‘হামজা এবং তার স্ত্রী ও সন্তানদের আগমনকে ঘিরে আমাদের পুরো জেলাজুড়ে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।’ হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু আমি বারণ করেছি। রমজান মাসে অনেক লম্বা সফর করেছে পুরো পরিবার। তারপর আমি নিজে বাড়িতে ইফতারের ছোট্ট আয়োজন করেছি। যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন। তাই সবার সম্মানে এই আয়োজন। আজ (গতকাল) রাতে বাড়িতে থাকার পর আগামীকাল (আজ) সবাই মিলে ঢাকায় চলে যাবো।’
আগাামী ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর।