দেশের লিগে আলো ছড়ানো তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের একটু আক্ষেপ ছিল বিদেশের লিগে খেলতে না পারার। সে আক্ষেপের অবসান হলো। দুজনেই ভুটানের লিগে খেলতে রওনা দিয়েছেন।
ভুটানের উইমেন’স লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন তারা। এ নিয়ে দেশটির লিগে অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জন।
প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের নারী লিগে খেলতে দেশটিতে যান; তারা সবাই খেলছেন পারো এফসির হয়ে। এরপর তাদের সাথে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।
সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।
ভুটানের লিগে খেলতে যাওয়ার বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তহুরা লিখেছেন, “ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।”
কদিন আগে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে আলো ছড়ান তহুরা, শামসুন্নাহার জুনিয়র। দুজনেই গোল করেন ৩টি করে। বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশও।