চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কলম্বোয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায়।
লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে ৩৩.৫ ওভারে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেছে।
এই ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নেমেছিল নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে ছাড়াই। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি ও অ্যাডাম জাম্পা ছাড়া বাকিরা কেউই নিয়মিত একাদশে থাকেন না। অনভিজ্ঞ এই দলই বল হাতে ভালোই শুরু এনে দিয়েছিল অজিদের। ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। কিন্তু অধিনায়ক চরিথ আসালঙ্কা দারুণ এক সেঞ্চুরিতে চিত্র পাল্টে দেন।
স্পেন্সার জনসন এবং অ্যারন হার্ডির দাপটে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটার সাজঘরে ফেরে। নিশাঙ্কা ৪, আভিস্কা ফার্নান্দো ১, কুশল মেন্ডিস ১৯ এবং কামিন্দু মেন্ডিস ৫ রান করেন। শন অ্যাবোট এসে জানিথ লিয়ানাগেকেও (১১) বিদায় করেন।
৫৫ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় ওয়াল্লালাগের সঙ্গে আসালঙ্কার জুটিতে। ৭০ রানের জুটি গড়েন তারা। অ্যাবোট এই জুটি ভাঙেন। ৩৪ বলে ২ চার ও ১ ছয়ে ৩০ রান করেন ভাল্লালাগে।
ওয়াল্লালাগের বিদায়ের পর একদিকে নিয়মিত উইকেট পড়লেও একাই লড়েন আসালঙ্কা। অন্যদিকে হাসারাঙ্গা ৭, থিকসানা ২ করে বিদায় নেন। শ্রীলঙ্কার রান তখন মাত্র ১৩৫। নবম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন আসালঙ্কা-ইশান মালিঙ্গা, যেখানে মালিঙ্গার অবদান মাত্র ১ রান! ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন আসালঙ্কা।
শেষ পর্যন্ত ২১৪ রানের মাথায় আউট হন আসালঙ্কা। ১২৬ বলে ১৪ চার ও ৫ ছয়ে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাবোট ৩টি, জনসন, হার্ডি এবং এলিস ২টি করে উইকেট শিকার করেন। শর্টও একটি উইকেট পান।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া স্কোরকার্ডে রান যোগ করার আগেই ম্যাথ্য শর্টকে হারায়। তৃতীয় ওভারে ফ্রেসার-ম্যাকগার্কও বিদায় নেন। অস্ট্রেলিয়ার স্কোর তখন ২ উইকেটে ৭ রান। দলীয় ১৮ রানে কুপার কনোলি (৩) এবং ৩১ রানে অধিনায়ক স্টিভ স্মিথকেও (১২) হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
মার্নাস লাবুশেন-অ্যালেক্স ক্যারি জুটি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। ৫২ রানের জুটি গড়েন তারা। ২৭ বলে ১৫ রান করে লাবুশেন থিকসানার বলে বিদায় নিলে ফের ধ্বস নামে অজিদের ইনিংসে। আর ২ রান যোগ হতেই পরের ওভারে আউট হন ক্যারি। আসালঙ্কার শিকারে পরিণত হওয়ার আগে ৩৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৪১ রান করেন তিনি।
অ্যারন হার্ডি-অ্যাবোট জুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাতে শুধু হারের ব্যবধান কমেছে। হার্ডি ৩৭ বলে ৩২, অ্যাবোট ২৩ বলে ২০ রান করেন। শেষ দিকে জাম্পা ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে থিকসানা ৪টি, আসিথা ফার্নান্দো ও ভাল্লালাগে ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও আসালঙ্কা।
বিডি প্রতিদিন/মুসা