রোববার কোম্পানির ওয়েস্ট টেক্সাস স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণের কথা রয়েছে রকেটটির। ছবি: ব্লু অরিজিন

রোববার কোম্পানির ওয়েস্ট টেক্সাস স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণের কথা রয়েছে রকেটটির। ছবি: ব্লু অরিজিন

একজন ক্রিপ্টো বিলিয়নেয়ার, সঙ্গে আরও পাঁচজনকে মহাকাশে পাঠাচ্ছে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।

‘এনএস-৩৪’ নামের এ মিশনটি ব্লু অরিজিনের ‘নিউ শেপার্ড’ রকেটের ৩৪তম উড়ান। রোববার কোম্পানির ওয়েস্ট টেক্সাস স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণের কথা রয়েছে রকেটটির।

উৎক্ষেপণের সময় পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮:৩০-এ ও ওয়েস্ট টেক্সাসের স্থানীয় সময় সকাল ৭ টা ৩০মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১০ টা) শুরু হবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানবিষয়ক সাইট স্পেসডটকম।

রকেট উৎক্ষেপণের ৩০ মিনিট আগে নিজেদের ওয়েবসাইট থেকে এর লাইভ সম্প্রচার শুরু করবে ব্লু অরিজিন।

‘এনএস-৩৪’ মিশনের সবচেয়ে পরিচিত যাত্রী হলেন ব্লকচেইন প্ল্যাটফর্ম ‘ট্রন’-এর প্রতিষ্ঠাতা ও ৩৪ বছর বয়সী বিলিয়নেয়ার জাস্টিন সান। ২০২১ সালের জুনে নিউ শেপার্ডের প্রথম মানববাহী মিশনের একটি আসনের জন্য নিলামে জয়ী হয়েছিলেন তিনি এবং ওই সময় ২ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন সান। তবে ওই সময় নিজের পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

সময় না মেলার কারণে সেই মিশনে যোগ দিতে পারেননি সান, যেটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২০ জুলাই নাসার ‘অ্যাপোলো ১১’ মহাকাশযানের চাঁদে অবতরণর ৫২তম বার্ষিকীতে।

ওই মিশনের যাত্রীরা ছিলেন জেফ বেজোস, তার ভাই মার্ক, প্লেন চলাচলের পথিকৃত ওয়ালি ফাঙ্ক ও ডাচ শিক্ষার্থী অলিভার ড্যামেন।

এবারের মিশনে যারা সানের সঙ্গে যাবেন তারা হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রিয়াল এস্টেট বিনিয়োগকারী ও অভিযাত্রী আরভিন্দার (আরভি) সিং বহাল; তুর্কি ব্যবসায়ী ও ফটোগ্রাফার গোকহান এরদেম; পুয়ের্তো রিকোর সাংবাদিক ও আবহাওয়াবিদ ডেবোরাহ মার্টোরেল; ইংল্যান্ডের লায়নেল পিচফোর্ড, যিনি ত্রিশ বছর ধরে নেপালে এক অনাথশালা পরিচালনা করছেন এবং আমেরিকান উদ্যোক্তা জেমস (জে.ডি.) রাসেল।

এ মিশনে কেবল রাসেল ছাড়া সবাই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন। রাসেল এর আগে ২০২৪ সালের নভেম্বরে ব্লু অরিজিনের ‘এনএস-২৮’ মিশনে গিয়েছিলেন।

ব্লু অরিজিনের ‘নিউ শেফার্ড’ রকেটের বিভিন্ন ফ্লাইট সাধারণত লিফটঅফ থেকে ক্রু ক্যাপসুলের স্পর্শকাতর অবতরণ পর্যন্ত ১০ থেকে ১২ মিনিট সময় নেয়। নিউ শেফার্ডের প্রথম স্তরের বুস্টারও নিরাপদে ফিরে এসে ভূমিতে অবতরণ করে ও পরে তা আবার ব্যবহৃত হয়।

এ অল্প সময়ের মধ্যে নিউ শেফার্ডের যাত্রীরা কয়েক মিনিটের জন্য ওজনহীনতার অভিজ্ঞতা পাবেন এবং মহাকাশের অন্ধকার দৃশ্যের মাঝে পৃথিবীর বাঁকানো রেখা দেখা পাবেন তারা।

ব্লু অরিজিনের প্রথম মানব অভিযাত্রা হয় ২০২১ সালের জুলাইয়ে, যেখানে প্রথমবারের মতো অংশ নেন বেজোস ও তার ভাই মার্ক। ‘এনএস-৩৪’ হবে ২০২৫ সালে কোম্পানির পঞ্চম মানব মহাকাশ অভিযান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews