আপেল-মাল্টার দাম আগের তুলনায় বেড়েছে। আমদানিও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে কিছুটা অর্থাৎ ৪ শতাংশ কমেছে। ক্রয়ক্ষমতা থাকায় যেমন অনেকের এই ফল দুটি কেনার সামর্থ্য রয়েছে, তেমনি অনেকের সামর্থ্য না থাকায় হয়তো খাওয়া হয়নি। তবু বাংলাদেশের একজন মানুষ গত বছরে গড়ে কত কেজি আপেল ও মাল্টা খেয়েছেন এবং এর পেছনে কত টাকা ব্যয় করেছেন, তার একটা হিসাব পাওয়া যায়।
হিসাবটা করা যাক। জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। আর ২০২২ সালের জনগণনায় পরিবারের সংখ্যা ছিল ৪ কোটি ১০ লাখ ১০ হাজার ৫১।
এই হিসাব অনুযায়ী, মাথাপিছু ফল দুটির ভোগ হলো ১ কেজি ৮৭৮ গ্রাম। তাতে বিদেশি ফল দুটি কিনতে গড়ে একজন মানুষ ৫৬২ টাকা খরচ করেছেন। পরিবার হিসাব করা হলে বছরে ফল দুটির পেছনে ব্যয় দাঁড়ায় ২ হাজার ৪৩০ টাকা। পরিবারপ্রতি বছরে ফল দুটির ভোগ আট কেজি।
গড় হিসাবের মানে দাঁড়ায়, আপনি হয়তো এই হিসাবের বেশি খেয়েছেন আপেল-মাল্টা। আবার হতে পারে এর চেয়ে কম, কিংবা একটি আপেলের স্বাদও নেননি। আপনার আপেলের স্বাদ নিয়েছেন গড় হিসেবের চেয়ে বেশি খেয়ে থাকা অন্য কেউ।